শনিবার ০৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১, ০১ রবিউল সানী ১৪৪৬ হিজরী

মহানগর

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘মুজিববর্ষ আন্তঃকলেজ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২১, ৪:২৯ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের স্নাতক (পাস ও সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত নিয়মিত ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ (মুজিববর্ষ) উদ্যাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেশব্যাপী ‘মুজিববর্ষ আন্তঃকলেজ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২১’ আয়োজন করেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে অধিভুক্ত কলেজসমূহকে বিভাগীয় ভেন্যু কলেজের অধ্যক্ষের নিকট নি¤েœাক্ত ছক অনুযায়ী ইভেন্টওয়ারি নামের তালিকা, কলেজ পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে।

বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর থকে ২৪ নভেম্বরের মধ্যে। ১১ ডিসেম্বর চূড়ান্ত সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ঢাকার সরকারি সংগীত কলেজ, আগারগাঁও-এ। আর চূড়ান্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে একই তারিখ সরকারি শারীরিক শিক্ষা কলেজ, মোহাম্মদপুর-এ। বিস্তারিত তথ্য জানা যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd )

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন