শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ডিআইজি পরিচয়ে তদবির, আরো এক প্রতারক আটক

ময়মনসিংহ ব্যুরো : | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

ময়মনসিংহ জেলা পুলিশ সুপারকে ডিআইজি পরিচয়ে ফোন করে পুলিশের চাকরির জন্য তদবির করা আরও এক প্রতারককে আটক করেছে পুলিশ। ওই প্রতারকের নাম কামরুল হাসান (৪৫)। সে ফুলপুর উপজেলার বাঁশাটি গ্রামের মৃত গোলাম রব্বানীর পুত্র।
গতকাল বুধবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার রাতে ভালুকা থেকে প্রতারক কামরুলকে গ্রেফতার করা হয়।
ওসি সফিকুল ইসলাম বলেন, স¤প্রতি পুলিশ কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে সারা দেশে। একটি প্রতারকচক্র চাকরি পাইয়ে দেয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। শুধু তাই নয়, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয় দিয়ে ফোনে তাদেরকে চাকরি দেওয়ার জন্য তদবিরও করছে।
তিনি আরও বলেন, গত সোমবার এমন একটি চক্রের তিনজনকে আটকের পর ডিআইজি পরিচয় দেয়া আরও এক প্রতারককে মঙ্গলবার রাতে আটক করা হয়েছে।
প্রসঙ্গত পুলিশের চাকরি দেওয়ার নামে প্রতারনার অভিযোগে গত সোমবার আরও তিন প্রতারককে আটক করে ডিবি পুলিশ।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন