শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

ভারতে রফতানি হলো আরও ১৮ মেট্রিক টন ইলিশ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২১, ৯:২৭ এএম

বেনাপোল দিয়ে ভারতে ফের ইলিশ রফতানি শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় এ বন্দর দিয়ে ১৮ মেট্রিক টন কেজি ইলিশ রফতানি হয়। বুধবার ৪ ও বৃহস্পতিবার ১৮ মেট্রিক টন মিলে দুই দিনে ভারতে গেছে ২২ মেট্রিক টন ইলিশ। এ পর্যন্ত মোট ১ হাজার ১৩৭ মেট্রিক টন ইলিশ ভারতে পাঠানো হয়েছে।
রফতানিকারক নূরুল আমিন বিশ্বাস জানান, দেশে ইলিশের উৎপাদন কম হওয়ায় ২০১২ সাল থেকে ইলিশ রফতানি বন্ধ করেছিল সরকার। ভারতের সাথে বন্ধুত্ব ও সৌহার্দ্যরে কারণে ২০১৯ সাল থেকে প্রতিবছর পূজার আগে ভারতে ইলিশ রফতানির অনুমতি দেয় সরকার। তবে এবার অনুমোদনের চার ভাগের এক ভাগ ইলিশ রফতানি করা হয়। সময় বৃদ্ধি করার কারণে আবার ইলিশ রফতানি শুরু হয়েছে।
মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তানিয়া ইসলাম স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, ইতোপূর্বে ১১৫ প্রতিষ্ঠানকে ৪০ টন করে ইলিশ রফতানির অনুমোদন দেওয়া হয়। গত ৪ থেকে ২৫ অক্টোবর ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, বিক্রয় সরকারিভাবে নিষিদ্ধ করা হয়। ফলে অনুমোদিত প্রতিষ্ঠানগুলো ইলিশ রফতানি করতে ব্যর্থ হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন