কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গত দুই মেয়াদের নির্বাচিত চেয়ারম্যান দিদারুল হক সিকদার এবার দলীয় ফোরাম থেকে নৌকা প্রতীক না পেয়ে কলাগাছ প্রতীক নিয়ে নির্বাচন করার ঘোষনা দিয়েছেন।
তার ফেসবুক আইডিতে ক্ষোভের সাথে লিখেছেন,
আমি তিনবার কোনাখালী ইউনিয়ন পরিষদের নিবার্চন করি, প্রথমবার নিবার্চনে আমি পরাজিত হই।
তারপরে ২০১১ সালে আনারস মার্কা নিয়ে কোনাখালী ইউনিয়ন বাসী আমাকে সাড়ে চার হাজার ভোট দিয়ে নিবার্চিত করে,তারপরে আমি কোনাখালী ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে ২০১৬ সালে নৌকা মার্কা নমিনেশন পেয়েছিলাম। দেশরত্ন শেখ হাসিনার, স্বাধীনেতার স্বপক্ষের শক্তি নৌকা প্রতীক আমি বঙ্গবন্ধু কন্যাকে কোনাখালী বাসীর পক্ষ থেকে উপহার দিয়েছিলাম।
১৮ অক্টোবর ২০২১ সালে নৌকার মনোনয়ন নিয়ে সাক্ষাৎ কারে আমার রাজনৈতিক জীবনবৃত্তান্ত জমা দিয়েছিলাম।
তারপরে ঢাকা ধানমন্ড়ি ৩ সভানেত্রীর কাযার্লয়ে ২০ তারিখ নমিনেশন ফরম নিয়ে,
২২ তারিখ সভানেত্রীর কাযার্লয়ে ফরম জমা দিয়েছিলাম
তারপরে আমাদের তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নিবার্চনে নৌকার মনোনয়ন আমি পাই নাই।
সাধারণ জনগণ আমাকে কথা দিয়েছে তাদের মৃল্যবান ভোটটি আমাকে দিয়ে পুনরায় চেয়ারম্যান হিসেবে নিবার্চিত করবেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার গুজব ছড়াচ্ছে আমি নাকি ভোট করব না।
সকল জনগণের পরামর্শের ভিক্তিতে আমি ভোট করব ইনশাআল্লাহ।
সবার কাছে দোয়া ও ভালোবাসা কামনা করি।
মন্তব্য করুন