সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুবি কেন্দ্রে ‘সি’ ইউনিটে ৯৫.২১ শতাংশ উপস্থিতি

কুবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২১, ৪:৪৪ পিএম

গুচ্ছ পদ্ধতিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সম্পন্ন হয়েছে। এতে উপস্থিত অংশ নেন ৯৫.২১শতাংশ পরীক্ষার্থী।
সোমবার (১ নভেম্বর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৪টি একাডেমিক ভবনের ৫০ টি কক্ষে এ ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়।
পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আসন পড়ে মোট ২ হাজার ১১২ জন পরীক্ষার্থী। এরমধ্যে ২ হাজার ১১ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুপস্থিত ছিলেন ১১১ জন।
‘সি’ ইউনিটের আহ্বয়ক ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব বলেন, কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে।
পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় ট্রেজারার অধ্যাপক মো. আসাদুজ্জামান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড মো. আবু তাহের, ভর্তি পরীক্ষার নিরাপত্তা ও শৃঙ্খলা উপ-কমিটির আহ্বায়ক প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর গুচ্ছভিত্তিক ‘এ’ ইউনিট এবং ২৪ অক্টোবর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন