শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

যৌন হয়রানি রোধে সুপ্রিম কোর্টে কমিটি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২১, ১২:০৮ এএম

উচ্চ আদালত অঙ্গনে যৌন হয়রানির অভিযোগ গ্রহণ, অভিযোগ অনুসন্ধান ও প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ২০০৯ সালের হাইকোর্টের রায়ের আলোকে সম্প্রতি কমিটি গঠন করে প্রশাসন। হাইকোর্ট বিভাগের বিচারপতি কৃষ্ণা দেবনাথ কমিটির সভাপতি। সদস্য হিসেবে রাখা হয়েছে, হাইকোর্ট বিভাগের বিচারপতি কাজী জিনাত হক, আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা, সুপ্রিম কোর্ট বারের অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ ও তামান্না ফেরদৌসকে। সুপ্রিম কোর্ট প্রশাসন গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানায়। কর্মস্থল এবং শিক্ষাঙ্গনে নারী ও শিশুদের যৌন হয়রানি প্রতিরোধের জন্য দিকনির্দেশনা চেয়ে ২০০৮ সালের ৭ আগস্ট হাইকোর্টে জনস্বার্থে একটি রিট করেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী।

শুনানি শেষে ২০০৯ সালের ১৪ মে রায় দেন তৎকালীন হাইকোর্টের বিচারপতি (বর্তমান প্রধান বিচারপতি) সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চ। এ রায়ে শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সব প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে অভিযোগ গ্রহণের জন্য কমিটি করাসহ বিভিন্ন নির্দেশনা দিয়েছিলেন হাইকোর্ট। ওই নির্দেশনার আলোকে গঠন করা হয় এ কমিটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন