শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

শেখ রাসেল অনূর্ধ্ব-১৫ ফুটবল শুরু

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২১, ৮:৩৬ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল স্মরণে মঙ্গলবার শুরু হয়েছে শেখ রাসেল অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্টের খেলা। পল্টন ময়দানে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথমদিনের খেলায় জয় পেয়েছে শেখ রাসেল স্পোর্টস একাডেমি ও গোপালগঞ্জ ফুটবল ক্লাব অ্যান্ড একাডেমি। গোপালগঞ্জ টাইব্রেকারে ৪-২ গোলে হারায় এফসি ব্রাহ্মণবাড়িয়াকে। নির্ধারিত সময়ের খেলা গোলশূণ্য ড্র ছিল। দিনের দ্বিতীয় ম্যাচে শেখ রাসেল স্পোর্টস একাডেমি ৫-০ গোলে হারায় নসরুল হামিদ স্পোর্টস একাডেমিকে।

এর আগে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন শেখ রাসেল স্পোর্টস একাডেমির সভাপতি আহমেদ আসিফুল হাসান। এ সময় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কামরুন্নেসা আশরাফ দিনা ও প্রতিষ্ঠাতা শাহজাহান কবিরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন