শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কেরানিহাট-সাতকানিয়া-গুনাগরী মহাসড়কের উদ্বোধন করলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

চট্টগ্রাম দক্ষিণ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২১, ৬:২৫ পিএম

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি কর্তৃক কেরানিহাট- সাতকানিয়া- গুনাগরী জেলা মহাসড়কের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপিসহ নেতৃবৃন্দ।


১১২ কোটি টাকা ব্যায়ে নির্মিত কেরানিহাট- সাতকানিয়া- গুনাগরী জেলা মহাসড়কের উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। তিনি গত ১০ নভেম্বর বুধবার বেলা ১১টাযর সময় ভার্চুয়ালে কেরানিহাট- সাতকানিয়া- গুনাগরী (জেড-১০১৯) জেলা মহাসড়ক উদ্বোধন করেন।

সাতকানিয়া রাস্তার মাথা প্রকল্পের অবস্থানস্থলে দোহাজারি সড়ক বিভাগ আয়োজিত ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম- ১৫ সাতকানিয়া- লোহাগাড়া'র মাননীয় সংসদ প্রফেসর ড আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি, সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) শিবলী নোমান, সাতকানিয়া পৌরসভা মেয়র মোহাম্মদ জোবায়ের, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম.এ সাঈদ, যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি মাস্টার ফরিদুল আলম, মোজাম্মেল হক, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি শ্রি নিবাস দাস সাগর, গনি সম্রাট, সাতকানিয়া উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ও মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম সেলিম চৌধুরী, ঢেমশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিদুয়ান উদ্দিন, লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন, যুগ্ম আহবায়ক ফজলে এলাহি আরজু, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইউনুচ, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জুনু, কলাউজান ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, পদুয়া ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন, আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদুয়ানুল হক সুজন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাতকানিয়া পৌরসভা যুবলীগের সভাপতি মোহাম্মদ আনিছ, সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল,উত্তর সাতকানিয়া সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু ছালেহ সান, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আফিস ইখতিয়ারসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন