শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গফরগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে

গফরগাঁও উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২১, ১:৫৫ পিএম

গফরগাঁও উপজেলায় কথাবার্তার পর এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম করে গুরুতর আহত করা হয়েছে।

শুক্রবার রাত পৌনে ১০টার দিকে গফরগাঁও ইউনিয়নের মহির খারুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত মোঃ জাহিদ হাসান ওরফে শান্ত (৩০) উপজেলার মহির খারুয়া গ্রামের স্থায়ী বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। তিনি স্থানীয়ভাবে কেবল নেটওয়ার্ক (ডিশ) ব্যবসায়ী।

জানা গেছে , রাত পৌনে ১০টার দিকে মহির খারুয়া বাজারে জাহিদ হাসানের সঙ্গে কথা বলছিলেন স্থানীয় কায়সারের সাথে । এসময় কথাবার্তার একপর্যায়ে কায়সার উত্তেজিত হয়ে জাহিদকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান।

পরে স্থানীয় লোকজন মোঃ জাহিদকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ জানান, পূর্বশত্রুতার জের ধরে এমন হামলা হয়ে থাকতে পারে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। অভিযুক্ত ইমরান কায়সারকে আটক করার চেষ্টা চলছে।

তবে ধারণা করা হচ্ছে, ডিশ ব্যবসাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে মামলার দায়েরের প্রস্তুতি চলছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন