ঢাকার ধামরাইয়ে ট্রাকচাপায় আফসানা আক্তার (২২) নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছে। আজ রোববার সকালের দিকে ধামরাইয়ে-জয়পুরা সোমভাগ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের মামা বাদী হয়ে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
নিহত আফসানা আক্তার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের কুল্লা হালুয়াপাড়া এলাকার আফজাল হোসেনের মেয়ে। তিনি উপজেলার সোমভাগ ইউনিয়নের ফুকুটিয়া জিটিএল গার্মেন্টসে চাকরি করতেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে জয়পুরা থেকে অটোরিকশায় করে কর্মস্থলে যাচ্ছিলেন আফসানা। পথে জয়পুরা জেলেপাড়া এলাকার আব্দুর রশিদের বাড়ির কাছে পৌঁছালে উল্টো দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে পোশাক শ্রমিক আফসানা সড়কে পড়ে গেলে ট্রাকের পেছনের চাকা তার মাথার ওপর দিয়ে উঠে যায়। এ সময় ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে এলাকাবাসী ট্রাকটি থামাতে পারলেও চালক পালিয়ে যায়।
এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রশিদ বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার ও ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন