নীলফামারীর ডােমারে ৩ জুয়ারীকে আটক করেছে ডােমার থানা পুলিশ।
গত ১৪ নভেম্বর ও ডােমার থানার এসআই জামিনুল হক,এসআই ঠাকুর দাস,এসআই মহাদব রায় সঙ্গীয় ফাের্স নিয়ে গােপন সংবাদের ভিত্তিতে গােমনাতী বাজার হতে মৃত ছমির উদ্দিনের ছেলে মফিজ উদ্দিনকে গােমনাতী পাঠানপাড়া সংলগ্ন পূর্ব পার্শ্বে মিল এলাকায় টাকা দিয়ে জুয়া খেলার সময় খেলার সামগ্রী জুয়ার তাস এবং নগদ ২৪ হাজার ২শত ৪০ টাকাসহ ৩ জনকে হাতেনাতে ধরে ফেলে এবং অঞ্জাতনামা ৩/৪ জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সোমবার (১৫ নভম্বর) বিকেলে তাদরকে জেলা আদালতে প্রেরণ করা হয়। আটকৃতরা হলেন,বারবিশা বামুনিয়া এলাকার মৃত রিয়াজ উদ্দিনর ছেলে আব্দুল মতিন (৩২),মৌজা বামুনিয়া এলাকার আব্দুল হামিদের ছেলে খয়রুল ইসলাম(৪০),মৌজা গামনাতী এলাকার মাজাম্মেল হকের ছেলে মাহাবুল ইসলাম(৪০) এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মৌজা গােমনাতী ডারার পাড় এলাকার আব্দুস সাত্তারের ছেলে আবুল কালাম(৩৫)।
তাদের নামে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ০৪ ধারায় মামলা নং ০৫ তাং ১৫/১১/২০২১ইং দায়ের করা হয়েছে।
এবিষয়ে ডােমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদেরকে বিঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন