বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নেত্রকোণায় ৩১ বিজিবির অভিযানে ১৩ টি ভারতীয় গরু আটক

নেত্রকোণা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০২১, ১:৫৮ পিএম

বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়ন নেত্রকোণা (৩১বিজিবি) এর অভিযানে ৮ লক্ষ ৪৫ হাজার টাকা মূল্যের ১৩ টি ভারতীয় গরু আটক করেছে।

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া শনিবার দুপুরে গণমাধ্যম কর্মিদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ২০ নভেম্বর ভোর ৪টায় জেলার কলমাকান্দা উপজেলার ৫ নং লেংগুড়া ইউনিয়নে অবস্থিত লেংগুড়া বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে ০৮ সদস্যের টহল দল কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১১৭১/২-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালাপানি নামক স্থানে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফাঁদ পেতে থাকে। তথ্যানুযায়ী ভারত হতে চোরাকারবারীরা ভারতীয় গরু নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকাবারীরা গরু রেখে দৌড়ে

পালিয়ে যায়। এ অভিযানে কোন চোরাকারবারী আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থল হতে বিজিবির টহল দল ভারতীয় ১৩ টি গরু আটক করে।

আটককৃত ভারতীয় ১৩টি গরুর সর্বমোট সিজার মূল্য ৮ লক্ষ ৪৫ হাজার টাকা। জব্দকৃত গরুগুলো নেত্রকোণা কাষ্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন