শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

সঙ্গীতাঙ্গণে প্রাণচাঞ্চল্য ফিরে আসছে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

করোনার বিপর্যস্ত অবস্থা কাটিয়ে নতুন করে সঙ্গীতাঙ্গণে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। শীত স্টেজ শো’র মৌসুম হওয়ায় এ মাধ্যমে শিল্পীদের ব্যস্ততা বাড়ছে। শিল্পীদের পাশাপাশি মিউজিশিয়ানদেরও ব্যস্ততা বেড়েছে। শিল্পীরা এখন সমানতালে টিভি অনুষ্ঠান, লাইভ ও অন্যান্য অনুষ্ঠানে ব্যস্ত সময় পার করছেন। স্টেজ ও টিভি শো’র ব্যস্ততার পাশাপাশি রেকর্ডিংয়েও মনোযোগ দিয়েছেন তারা। এ ব্যাপারে সঙ্গীতশিল্পী আসিফ আকবর বলেন, রেকর্ডিংয়ে আমার ব্যস্ততা একই রয়েছে। তবে চলতি মাসে বেশকিছু নতুন গান রেকর্ড করেছি। সামনেই বেশকিছু উৎসব রয়েছে। করোনার ধাক্কা সামলে মিউজিক ইন্ডাস্ট্রি আবার আগের গতিতে ফিরে আসবে বলে আমি আশা করি। তবে সবাইকে কাজের মধ্যে থাকতে হবে। এর বিকল্প নেই। সঙ্গীতশিল্পী সালমা বলেন, করোনার কারণে অনেকটা সময় স্টেজ শো বন্ধ ছিল। মাস দেড়েক ধরেই শিল্পীদের স্টেজে ব্যস্ততা বেড়েছে। আমি নিজেও বেশ কিছু শো করেছি। সামনে কয়েকটি শো রয়েছে। এতদিন পর প্রিয় মিউজিশিয়ানদের নিয়ে শোগুলো করতে গিয়ে অন্যরকম ভালোলাগা কাজ করেছে। তবে ওপেন এয়ার কনসার্টও যেন আয়োজন হয়, এখন এ আশা করছি। করোনা অনেক ক্ষতি করে গেছে আমাদের। এবার সেই ক্ষতিটা কাজ দিয়ে কিছুটা হলেও পুষিয়ে নিতে চাই। নিজের ব্যস্ততা নিয়ে সালমা বলেন, নতুন অনেক গান করেছি। এখনো রেকর্ডিংয়ের ব্যস্ততা চলছে। খুব ভালো কিছু গান শ্রোতা-দর্শকদের উপহার দিতে পারবো সামনে। সঙ্গীতশিল্পী ইমরান বলেন, আমি মূলত ওপেন এয়ার কনসার্টে স্বাচ্ছ¡ন্দ্যবোধ করি। সে রকম করে আয়োজন এখনো শুরু হয়নি। ইনডোরেই বেশি হচ্ছে অনুষ্ঠান। তবে আমি আশা করবো, বড় আয়োজনের কনসার্টগুলোও যেন এ মৌসুমে আয়োজন করা হয়। আর নতুন বেশকিছু গান তৈরি হয়ে আছে। সামনের উৎসবগুলোতে আশা করছি গানগুলো সবাই শুনতে ও দেখতে পারবেন। সঙ্গীতশিল্পী পড়শী বলেন, করোনার কারণে অনেকটা সময় বাসাতেই বন্দি ছিলাম। তবে গানের চর্চাটা চলেছে। আশা করছি, স্টেজ শো ও অন্যান্য মাধ্যমে এখন গান শুরু করতে পারব।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন