প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সরকারি রাজস্বের ২৪ লাখ ৩৩ হাজার ৫০২ টাকা আত্মসাতের অভিযোগে কাস্টমস হাউসের দুই রাজস্ব কর্মকর্তাসহ চার জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। গতকাল বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এ মামলাটি দায়ের করা হয়। দুদকের উপ-পরিচালক মো. আবু সাঈদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার আসামির হলেন- চট্টগ্রাম কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা নাছির উদ্দিন মাহমুদ খান, সহকারী রাজস্ব কর্মকর্তা মো. রবিউল ইসলাম, সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান নেপচুন ট্রেডিং এজেন্সির মালিক ইকবাল হোসেন মজুমদার ও বনলতা শিপিং এজেন্সির মালিক আব্দুল মান্নান চৌধুরী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন