দিনাজপুরের ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের চুনিয়াপাড়া এলাকায় ট্রাক চাকায় পৃষ্ঠ হয়ে মোসলেমা নামে ৭০ বছরের এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে ওই দুর্ঘটনা ঘটেছে। ঘাতক ট্রাকটি আটক করে কোতয়ালী থানা পুলিশে তুলে দিয়েছে স্থানীয়রা।
স্থানীয়রা জানান, ব্যাটারি চালিত অটোবাইক থেকে নেমে রাস্তা অতিক্রমের সময় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে দুর্ঘটনাস্থলে প্রান হারান বৃদ্ধা মোসলেমা। তিনি ভবাইনগর চুনিয়া পাড়ায় নাতি নুর জামানের বাড়ীতে বেড়াতে যাচ্ছিলেন। নিহত বৃদ্ধা দিনাজপুর সদরের লালদিঘী গ্রামের বাসিন্দা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন