শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কাপ্তাই উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যানের উপ নির্বাচনে মনোনয়ন জমা দিলেন - ৬ জন

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২১, ৫:৫৭ পিএম

কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিলেন ৬জন। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার পূর্বকোণকে জানান,শেষদিন বৃহস্পতিবার বিকাল ৫ টা পর্যন্ত সর্বমোট ৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা, মো. আলম, রাইখালী সাবেক প্যানেল চেয়ারম্যান এনামুল হক, , মো. সোলায়মান কবির, ইকবাল হোসেন ও ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য শ্যামল তনচংগ্যা।

নির্বাচন অফিস সুত্রে জানা যায়,
মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ৬ ডিসেম্বর, প্রতিক বরাদ্দ ৭ ডিসেম্বর এবং নির্বাচন ২৩ ডিসেম্বর।

উল্লেখ্য, বন মামলায় কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন নিন্ম আদালত কর্তৃক সাজা ও জরিমানা হওয়ায় তাঁকে স্থানীয় সরকার মন্ত্রনালয় ভাইস চেয়ারম্যান পদ হতে বহিষ্কার করেন। যার প্রেক্ষিতে গত ১১ নভেম্বর নির্বাচন কমিশন ওই উপ নির্বাচনের সিডিউল ঘোষণা করেন। এদিকে সাবেক ভাইস চেয়ারম্যান নাছির জানান, হাইকোর্টে আপিল করায় কোর্ট তাকে পূর্নবহালের পক্ষে রায় দেন। এই বিষয়ে তিনি কোর্টের কাগজপত্র স্থানীয় সরকার মন্ত্রনালয় এবং নির্বাচন কমিশনে জমা করেছেন বলে জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন