শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

উপসচিব সুলতানা পারভীনের ক্ষমার আদেশ বাতিলের দাবি বিএফইউজে’র

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

সাংবাদিক নির্যাতনের জন্য দণ্ডপ্রাপ্ত কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীনের দণ্ড বাতিলের আদেশের খবরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে গভীর উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করেছে। সাংবাদিক নির্যাতনকারীকে ক্ষমা করায় গণমাধ্যমে চরম ক্ষোভ বিরাজ করছে বিধায় বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ এই আদেশ বাতিলের আহ্বান জানিয়েছেন।
গতকাল সোমবার অনুষ্ঠিত বিএফইউজে’র সভায় এ আহ্বান জানানো হয়। সভায় নেতারা বলেন, এই ঘটনায় সাংবাদিক নির্যাতনকে উৎসাহিত করা হয়েছে। যা কোনোভাবেই গণতান্ত্রিক রাষ্ট্রের কাছে কাম্য নয়। এটি গণতান্ত্রিক রীতিনীতি ও মানবাধিকার পরিপন্থী। বিএফইউজে’র সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মহাসচিব দীপ আজাদ, সহ-সভাপতি মধুসূদন মন্ডল, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, দপ্তর সম্পাদক সেবীকা রানী, নির্বাহী পরিষদ সদস্য শেখ নাজমুল হক সৈকত, আঙগুর নাহার মন্টিসহ ঢাকাস্থ নেতৃবৃন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন