শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

এভারগ্র্যান্ড ফুটবল মাঠের নিয়ন্ত্রণ নিয়েছে চীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২১, ১২:০৫ এএম

ঋণের ভারে জর্জরিত চীনের এভারগ্র্যান্ড গ্রæপের ফুটবল মাঠ বিক্রি করতে চায় দেশটির সরকার। এজন্য মাঠটির নিয়ন্ত্রণ নেয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রতিষ্ঠানটি যেহেতু দায় মেটাতে পারছে না, তাই মাঠ বিক্রি করে ঋণ পরিশোধের চেষ্টা করা হবে। খবর রয়টার্স। এভারগ্র্যান্ডকে এখনো প্রায় ৩০ হাজার কোটি ডলার ঋণ পরিশোধ করতে হবে, যা আপাতদৃষ্টিতে অসম্ভব। ফলে তাদের মালিকানাধীন গুয়াংজু ফুটবল ক্লাব বিক্রির কথাও ভাবা হচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় ফুটবল মাঠ হিসেবে গুয়াংজু এভারগ্র্যান্ড ফুটবল স্টেডিয়াম তৈরির কাজ শুরু হয় গত বছরের এপ্রিলে। এর জন্য ব্যয় ধরা হয়েছিল ১৮৬ কোটি ডলার। ২০২২ সালের শেষ নাগাদ এর কাজ সম্প‚র্ণ হওয়ার কথা ছিল। কিন্তু পুঁজির অভাবে মাঝপথেই কাজ বন্ধ করতে বাধ্য হয় এভারগ্র্যান্ড। প্রায় তিন মাস ধরে প্রকল্পটির কাজ বন্ধ রয়েছে। রয়টার্স।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন