নিরাপদ সড়ক ও গণপরিবহনে হাফ পাসের দাবিতে গতকাল বুধবারও নগরীতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। নগরীর জামালখানা চেরাগী পাহাড় মোড়ে এ বিক্ষোভ সমাবেশে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা যোগ দেন। সমাবেশ থেকে চট্টগ্রামসহ দেশের অন্য এলাকাতেও শিক্ষার্থীদের জন্য হাফ পাস দেয়ার দাবি জানানো হয়।
‘চট্টগ্রামের সাধারণ শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবিতে মানববন্ধন’ শীর্ষক ব্যানার নিয়ে শিক্ষার্থীরা সমাবেশ ও মিছিল করে। তাদের হাতে ছিল বিভিন্ন স্লােগানসংবলিত প্ল্যাকার্ড। সমাবেশ থেকে নয় দফা দাবি তুলে ধরা হয়। পরে পুলিশ এসে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন