শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

শিবির সন্দেহে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন অভিযোগে আবরারকে হত্যা করা হয় : আদালত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২১, ২:২৬ পিএম

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনা দেশের সব মানুষকে ব্যথিত করেছে বলে অভিমত ব্যক্ত করেছেন ট্রাইব্যুনাল।

বুধবার (৮ ডিসেম্বর) আলোচিত এ হত্যা মামলায় ২০ আসামির ফাঁসি ও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়ে রায় ঘোষণার পর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত এমন প্রতিক্রিয়া দেন।

রায়ের পর্যবেক্ষণে আদালত আরও বলেন, শিবির সন্দেহে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন অভিযোগ এনে আবরারকে হত্যা করা হয়। এ ঘটনা বাংলাদেশের সকল মানুষকে ব্যথিত করেছে। বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নৃশংস হত্যাকাণ্ডের মতো ঘটনার পুনরাবৃত্তি যাতে আর কখনো না ঘটে, তা রোধকল্পে আসামিদের শাস্তি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হলো।

এদিন মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২০ আসামি হলেন- বুয়েট শাখা ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, বহিষ্কৃত তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার ওরফে অপু, বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন ওরফে শান্ত, বহিষ্কৃত উপ-সমাজসেবাবিষয়ক সম্পাদক ইফতি মোশাররফ সকাল, বহিষ্কৃত ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিয়ন, বহিষ্কৃত কর্মী মুনতাসির আল জেমি, খন্দকার তাবাখখারুল ইসলাম তানভীর, মুজাহিদুর রহমান, মনিরুজ্জামান মনির, হোসেন মোহাম্মদ তোহা, মাজেদুর রহমান মাজেদ, শামীম বিল্লাহ, এ এস এম নাজমুস সাদাত, আবরারের রুমমেট মিজানুর রহমান, শামসুল আরেফিন রাফাত, মোর্শেদ অমত্য ইসলাম, এস এম মাহমুদ সেতু, মুহাম্মদ মোর্শেদ-উজ-জামান মণ্ডল ওরফে জিসান, এহতেশামুল রাব্বি ওরফে তানিম ও মুজতবা রাফিদ। এদের মধ্যে তিন আসামি জিসান, তানিম ও রাফিদ পলাতক রয়েছেন। জিসান ও তানিম এজাহারভুক্ত ও রাফিদ এজাহার-বহির্ভূত আসামি।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি হলেন- বুয়েট শাখা ছাত্রলীগের বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক মুহতামিম ফুয়াদ, মুয়াজ ওরফে আবু হুরায়রা, বহিষ্কৃত গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহম্মেদ মুন্না, বহিষ্কৃত আইন বিষয়ক উপসম্পাদক অমিত সাহা ও আকাশ হোসেন। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (8)
Add
প্রিয়সী ৮ ডিসেম্বর, ২০২১, ৪:২৪ পিএম says : 0
সত্য কথা বলায় আদালতকে ধন্যবাদ জানাচ্ছি
Total Reply(0)
Add
আবু রায়হান ৮ ডিসেম্বর, ২০২১, ৪:৫০ পিএম says : 0
রায়টি অনতিবিলম্বে কার্যকর করা হোক।
Total Reply(0)
Add
আবু রায়হান ৮ ডিসেম্বর, ২০২১, ৪:৫১ পিএম says : 0
রায়টি অনতিবিলম্বে কার্যকর করা হোক।
Total Reply(0)
Add
Maruf Khan ৮ ডিসেম্বর, ২০২১, ৪:৫১ পিএম says : 0
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর হল গুলো তে সিনিয়র রা জুনিয়র দের যে ভাবে শারীরিক মানসিক নির্যাতন করে তা আইন করে বন্ধ করা উচিত।
Total Reply(0)
Add
Mahiuddin Joni ৮ ডিসেম্বর, ২০২১, ৪:৫১ পিএম says : 0
শিবির হলেই কি,, একজন মানুষ কে মারতে হবে❓
Total Reply(0)
Add
Osman Goni ৮ ডিসেম্বর, ২০২১, ৪:৫৭ পিএম says : 0
শিবির হলেই কি মারা যাবে?
Total Reply(0)
Add
Belal ৮ ডিসেম্বর, ২০২১, ৬:০৪ পিএম says : 0
রায়টি অনতিবিলম্বে কার্যকর করা হোক।
Total Reply(0)
Add
রুবেল মৃধা ৮ ডিসেম্বর, ২০২১, ৭:৩১ পিএম says : 0
সবার রায় দ্রুত কার্যকর করা হউক। এটা সারা বাংলাদেশের মানুষের প্রতাশা।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ