শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

পুরো ব্যাপারটাই হয়রানিমূলক-শবনম ফারিয়া

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২১, ১২:০৫ এএম

বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে আড়াই মাস দায়িত্ব পালন করেছিলেন অভিনেত্রী শবনম ফারিয়া। ভুক্তভোগী এক ব্যক্তি ইভ্যালির কর্মকা-ে সহযোগিতা করার অভিযোগে সঙ্গীতশিল্পী তাহসান খান, অভিনেত্রী মিথিলা এবং শবনম ফারিয়াসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ তাদের গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে। এ অবস্থায় শবনম ফারিয়া গণমাধ্যমকে বলেছেন, মামলার বিষয়টা ছিলো অনেকটা আকাশ থেকে পড়ার মতো। কোনো কিছুর সঙ্গে সম্পৃক্ত না হয়েও আমি আসামী হয়ে গেছি। পুরো ব্যাপারটাই হয়রানিমূলক। এখন আমাকে শুধুই হেনস্তা করা হচ্ছে, এর বাইরে আর কিছুই নয়। শুধু সামাজিকভাবে হেনস্তা হচ্ছি তা নয়, পারিবারিকভাবেও ক্ষতিগ্রস্থ হচ্ছি। বাসার একটা মেয়েকে নিয়ে মামলা হয়েছে, এতে পরিবারের সদস্যদের কী অবস্থা, তা বলে বোঝানো যাবে না। ইভ্যালিতে কাজ শুরুর বিষয়ে ফারিয়া বলেন, যেখানে সারা দেশের মানুষ ইভ্যালিকে বিশ্বাস করে পণ্য অর্ডার করেছে, সেরকম আমিও ইভ্যালিকে বিশ্বাস করে তাদের সাথে যুক্ত হয়েছিলাম। কারণ, আমি অন্য দেশের বা অন্য গ্রহের মানুষ নই। তবে আমি প্রকাশ্যে ইভ্যালিকে কখনোই প্রোমোট করিনি। তাছাড়া ইভ্যালি থেকে এক পয়সাও বেতন পাইনি। সব মিলিয়ে আড়াই মাসে কোনো টাকাপয়সা না নিয়েই চাকরি ছেড়ে দিই। অন্যদিকে ভুক্তভোগীর মামলার অভিযোগে বলা হয়, তাহসান, মিথিলা ও শবনম ফারিয়া ইভ্যালির বিভিন্ন দায়িত্বে ছিলেন। তাদের উপস্থিতি এবং তাদের বিভিন্ন প্রমোশনাল কথাবার্তার কারণে আস্থা রেখে তিনি বিনিয়োগ করেছিলেন সাদ। এসব তারকার কারণে তিনি প্রতারিত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন। উল্লেখ্য, তাহসান খান ইভ্যালির শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত ছিলেন। আর রাফিয়াত রশিদ মিথিলা ছিলেন ফেস অব ইভ্যালি লাইফস্টাইল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন