শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চট্টগ্রামের হাটহাজারীতে মিনি ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু, চালক আটক

হাটহাজারী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২১, ৭:৪৩ পিএম

চট্টগ্রামের হাটহাজারীতে মিনি ট্রাকের ধাক্কায় মোহাম্মদ আরাফাত (১২) এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকালে সাড়ে তিনটার দিকে হাটহাজারী- নাজিরহাট মহাসড়কের বোডস্কুল সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। এসময় দুর্ঘটনা কবলিত ট্রাক চালক মোঃ নেজাম (৫৩) কে আটক করা হয়। নিহত শিশু ষোলশহর ২ নং গেইট মেহেরগলি এলাকার আবদুল কাদের এর পুত্র।

স্থানীয়, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চারিয়া বোডস্কুল সংলগ্ন জোড় ইজতেমায় শ্রম দিতে আসেন চার বন্ধু। বিকাল সাড়ে তিনটায় দিকে রাস্তা পাড় হওয়ার সময় নাজিরহাটমুখী একটি মিনি ট্রাক আরাফাতকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে নাজিরহাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে প্রেরণ করেন। স্থানীয়রা ট্রাকটি পালিয়ে যাওয়ার সময় সরকারহাট বাজার থেকে আটক করে।

নাজিরহাট হাইওয়ে পুলিশ মোক্তার হোসেন সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যুর কথা নিশ্চিত করেন। তাছাড়া দুর্ঘটনা কবলিত ট্রাক চালককে আটকরা হয়েছে। লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন