শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

বঙ্গবন্ধু বাস্কেটবল লিগ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২১, ৮:৪২ পিএম

বঙ্গবন্ধু ইউনিমেড ইউনিহেলথ বাস্কেটবল লিগে জিতেছে ঈগলস ক্লাব, দি গ্রেগস ক্লাব ও দি গ্রেগারিয়াস ক্লাব। সোমবার ধানমন্ডির বাস্কেটবল জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত প্রথম খেলায় ঈগলস ক্লাব ৮৩-৫২ পয়েন্টে মোহাম্মদপুর বিসিকে হারায়। প্রথমার্ধে ৩৮-২২ পয়েন্টে এগিয়েছিল জয়ী দল। দ্বিতীয় খেলায় দি গ্রেগস ক্লাব ৯৪-৪৪ পয়েন্টে হারিয়েছে ক্যান্টনিয়ানসকে। জয়ী দল প্রথমার্ধে ৪৪-১৯ পয়েন্টে এগিয়ে থাকে। দিনের শেষ খেলায় দি গ্রেগারিয়াস ক্লাব ৭৭-১৪ পয়েন্টে হারায় রেইথ ক্লাবকে। প্রথমার্ধে ৭৭-১৪ পয়েন্টে এগিয়েছিল জয়ী দল।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন