শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

ফেডারেশন কাপ বাস্কেটবল শুরু বৃহস্পতিবার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২২, ৮:৫৩ পিএম

শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের জন্য ভেঙ্গে ফেলা হয়েছে ধানমন্ডির বাস্কেটবল জিমন্যাশিয়াম। ফলে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামেই খেলা চালাতে হচ্ছে বাস্কেটবলকে ফেডারেশনকে। এখানেই বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ফেডারেশন কাপ বাস্কেটবল টুর্নামেন্টের খেলা। এ আসরে দুই গ্রুপে আট দল অংশ নেবে। ‘ক’ গ্রুপে খেলবে-নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ ও যোশেফাইটস ক্লাব। ‘খ’ গ্রুপের দলগুলো হচ্ছে- বিকেএসপি, ধুমকেতু ক্লাব, বিমান বাহিনী ও ক্যান্টনিয়ানস ক্লাব। বৃহস্পতিবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাস্কেটবল ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। উদ্বোধনী দিনে লড়বে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), যোশে ফাইটস ও নৌবাহিনী, ক্যান্টনিয়ানস ও বিকেএসপি এবং বিমান বাহিনী ও ধুমকেতু।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন