বঙ্গবন্ধু ইউনিমেড ইউনিহেলথ বাস্কেটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে দি গ্রেগারিয়াস ক্লাব। বৃহস্পতিবার ধানমন্ডি বাস্কেটবল জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত লিগের শেষ ম্যাচে তারা ৭২-৪৪ পয়েন্টে ধুমকেতু ক্লাবকে হারিয়ে শিরোপা জিতে নেয়। প্রথমার্ধে বিজয়ী দল ২৮-১৬ পয়েন্টে এগিয়েছিল। লিগে রেঞ্জার্স ক্লাব তৃতীয়স্থান পায়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আখতার হোসেন। এ সময় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এম মোসাদ্দেক হোসেন ও বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক একে সরকার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন