বঙ্গবন্ধু ইউনিমেড ইউনিহেলথ বাস্কেটবল লিগে জিতেছে হরনেটস এসসি, রেঞ্জার্স ক্লাব ও বকসীবাজার ক্লাব। মঙ্গলবার ধানমন্ডি বাস্কেটবল জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত খেলায় হরনেটস এসসি ৮৮-৩৯ পয়েন্টে ঈগলসকে, রেঞ্জার্স ক্লাব ৬৮-৩৪ পয়েন্টে দি ক্যান্টনিয়ানসকে এবং বকসীবাজার ক্লাব ৪৮-৪৩ পয়েন্টে হারায় ওল্ড ডিওএইচএসকে। আজ লিগের শেষ খেলায় ধুমকেতু ক্লাব ও দি গ্রেগারিয়াস ক্লাব মুখোমুখি হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন