শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বিশ্বনাথে মোটরসাইকেল চুরি : আটক-১

বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২১, ৬:০১ পিএম

সিলেটের বিশ্বনাথে ১৫০সিসি পালসার মোটরসাইকেল চুরির ঘটনায় আমিন (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তার বাড়ি নেত্রকোনা জেলার সদর থানার কালিয়াপাড়া গ্রামে। তার পিতার নাম রফিক মিয়ার। সে দীর্ঘদিন ধরে বিশ্বনাথ উপজেলা সদরের নতুন বাজার এলাকায় বসবাস করে আসছে। মঙ্গলবার দুপুরে কারিকোন এলাকা থেকে তাকে তাকে আটক করেন পুলিশের এসআই অমিত সিংহ। তিনি জানান, মোটর সাইকেল চুরির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আল-আমিনকে থানায় নিয়ে আসা হয়েছে।
মোটর সাইকেলের মালিক জাহেদ আহমদ জানান, সোমবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে পৌর শহরের পুরান বাজার ডাক বাংলা রোডস্থ আলী আকবর ভিলার গ্যারেজ গাড়িটি রেখে বাসায় যান। ১০ মিনিট পর তিনি মোটরসাইকেলের শব্দ শুনে বাসা থেকে বের হয়ে দেখেন একজন চুর তার গাড়িটি নিয়ে চলে যাচ্ছে। এসময় তিনি চিৎকার দিয়ে গাড়ির পিছে দৌড়াতে থাকলে ওই চুর গাড়ি নিয়ে রশিদপুরের দিকে দ্রুত চলে যায়। এ ঘটনায় গাড়ির মালিক শাহ জাহেদ আহমদ থানায় একটি মামলা দায়ের করেছেন, (মামলা নং-১১)। অভিযোগের প্রেক্ষিতেই আল আমিনকে পুলিশ আটক করেছে। গাড়ির মালিকের ধারণা আটককৃত আল আমিন ও তার সহযোগীরা গাড়িটি চুরি করেছে। মোটর সাইকেলের রেজি: নং (সিলেট মেট্রো-ল-১১-৪৩২৩)।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন