মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ইসলামিক ফাউণ্ডেশন কাপ্তাই উপজেলার আয়োজনে খতমে কোরআন আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। বৃহস্পতিবার (১৬ডিসেম্বর) দিবসটি উপলক্ষে কাপ্তাই উপজেলা মডেল রিসোর্স সেন্টারে খতমে কোরআন, দোয়া ও আলোচনা হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউণ্ডেশন কাপ্তাই উপজেলার ফিল্ড সুপারভাইজার এম মাঈনুল আলম মুবিন।
বিশেষ অতিথি ছিলেন ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.কামরুল হোসেন,মো. সেলিম ও কাপ্তাই উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম খতিবগন।
এছাড়া বাদ জোহর উপজেলার প্রতিটি মসজিদে মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরনকারী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁহার পরিবার পরিজন সহ দেশের শান্তি সমৃদ্ধি কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন