বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

শেরপুর গারো পাহাড়ে মহান বিজয় দিবস উদযাপিত

ঝিনাইগাতী(শেরপুর)থেকে স্টাফ রিপোটার | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২২, ৪:২৮ পিএম

শেরপুরের গরো পাহাড় ঝিনাইগাতী. শ্রীবরদী ও নালিতাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ১৬ ডিসেম্বর বিভিন্ন কর্মসূচি পালন করে। শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুস্পস্তবক অর্পণ, শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কাউটস, গার্ল গাইডসও ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ ও শারীরীক কসরত, ক্রীড়া, চিত্রাংকণ ও রচনা প্রতিযোগিতা, ছাত্র-ছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা হয়। প্রীতি ফুটবল, জাতির শান্তি ও অগ্রগতি কামনায় করে মসজিদ, মন্দির, গীর্জায় মোনাজাত ও প্রার্থনা করা হয়। সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আল মাসুদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ওয়ারেজ নাইম। উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুরুজ্জামান আকন্দ, ডিপুটি কমান্ডার সামছুল আলম, উপজেলা যুবলীগের সভাপতি ফজিলা শারমীন, যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, যুবলীগ সম্পাদক শাহ আলম, জাসদ সম্পাদক ছামেদুল হকসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন মৎস্য কর্মকর্তা দিলরুবা আক্তার লাকী।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন