শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আফজল খান ছিলেন আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারি

নাগরিক শোক সমাবেশ বক্তারা

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২১, ৭:৪১ পিএম

কুমিল্লার বর্ষীয়ান রাজনীতিক ও প্রবীণ আওয়ামী লীগ নেতা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আফজল খান স্মরণে বিশাল নাগরিক শোক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত শোক সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মোসলেহ উদ্দিন আহমেদ।

এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, জাসদ (ইনু) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. শিরীন আক্তার এমপি, র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি, মুজিবুল হক মুজিব এমপি, অ্যাডভোকেট আবুল হাসেম খান এমপি, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আঞ্জুম সুলতানা এমপি, সাবেক এমপি মো. মনিরুল হক চৌধুরী, কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক মো. ওমর ফারুক, আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন স্বপন, সফিকুল ইসলাম শিকদার, আফজল খানের ছেলে কুমিল্লা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদ পারভেজ খান ইমরান, কবিরুল ইসলাম শিকদার, নূর-উর রহমান মাহমুদ তানিম। অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা ও সাবেক প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।

বক্তারা আফজল খানকে আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারি ও তৃণমূল পর্যায়ের গণমানুষের নেতা বলে অভিহিত করেন। এছাড়া গণমুখি রাজনীতির পাশাপাশি শিক্ষার প্রসারে বহু শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলার অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিংবদন্তি রাজনীতিক আফল খান ৮২ বছর বয়সে ইন্তেকাল করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন