রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ডিবি পুলিশের হাতে কেশবপুরে ৪ বিএনপির কর্মী আটক

কেশবপুর উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২১, ৮:৩৩ পিএম

যশোরের ডিবি পুলিশ, কেশবপুর সদর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে গত ভোর রাতে চার বিএনপির নেতা কর্মীকে আটক করে নিয়ে গেছে। আটক কৃতরা হলেন কেশবপুর উপজেলার নতুন মুলগ্রামের মোহাম্মদ রুহুল আমিন, একই গ্রামের বিএনপি নেতা ও মাদ্রাসার শিক্ষক মোওঃশরিফুল ইসলাম, ভোগতি গ্রামের যুবদল নেতা পলাশ মোড়ল ও সুজাপুর গ্রামের বিএনপি নেতা সিরাজুল ইসলাম।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ শেখ জসিম উদ্দিন জানান, আটক কৃতদের বিষয়ে কোনো তথ্য নেই। আটক হয়ে শুনেছি। কেশবপুর পৌর বিএনপিসাধারণ সম্পাদক আলাউদ্দিন আলা জানান, বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে যশোরে মহাসমাবেশ যাওয়ার পথে মনিরামপুর উপজেলা রাজাগঞ্জ এলাকায় পুলিশের কাজে বাঁধ দেওয়ার অভিযোগে যশোরের ডিবি পুলিশ বিএনপির নেতাদেরকে আটক করে মনিরামপুর থানায় হস্তান্তর করেন। উল্লখ্য কেশবপুরে ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ৫ জনুয়ারী অনুষ্ঠতি হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Tareq Sabur ২৯ ডিসেম্বর, ২০২১, ৩:১৭ পিএম says : 0
আচ্ছা!!! আসল কথা হচ্ছে ওরা পুলিশের কাজে বাধা দিচ্ওছে না বরং পুলিশ ওদের নির্বাচনের কাজে বাধা দিচ্ছে যাতে আওয়ামীলীগ প্রতিদ্ধিতার সম্মুখিন না হয়ে সহজে জিতে যায়।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন