বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আমার আগের সংগ্রাম বহুগুণে বেড়েছে-বাঁধন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২২, ১২:০৬ এএম

অভিনেত্রী আজমেরি হক বাঁধন এখন তার মেয়েকে নিয়ে তার বাবা-মায়ের বাসায় বসবাস করছেন। আবার বিয়ে করবেন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি গণমাধ্যমকে বলেছেন, আমি যে মানসিক অবস্থায় আছি, সেখান থেকে আমার জন্য এটা করা কঠিন। আমাকে নিতে পারা আমাদের দেশের প্রেক্ষাপটে দেশের পুরুষদের জন্য কঠিন হবে। বাঁধনের এমন মন্তব্য নিয়ে অনেকে নেতিবাচক মন্তব্য করেছেন। এ ব্যাপারে বাঁধন বলেন, আমি পুরুষ শব্দটা ব্যবহার করেছি পুরুষতান্ত্রিক সমাজে বেড়ে উঠা পুরুষদের জন্য। এখন পুরুষতান্ত্রিক সমাজে বেড়ে উঠা পুরুষরা যদি আমার এ কথায় ব্যক্তিগতভাবে আঘাতপ্রাপ্ত হন বা আহত হন সেখানে আমার কিছুই করার নেই। তাদের পক্ষে আসলেই আমাকে নেওয়া সম্ভব না। তিনি বলেন, এ কথা ঠিক, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারী-পুরুষ উভয়ই যে মানুষ হিসেবে বেড়ে উঠতে পারে, তার প্রমাণও আছে আমাদের আশেপাশে। সেখানে কিন্তু কেনো সমস্যা নাই। আমি সবসময় বলে এসেছি, আমার জীবন এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নারীদের চেয়ে সমাজের অনেক পুরুষের ভূমিকা অনেক বেশি। সেই জায়গা থেকে পুরুষতান্ত্রিক সমাজে বেড়ে উঠা পুরুষদের কথা বলেছি। বাঁধন বলেন, আমার আগের সেই সংগ্রাম বহুগুণ বেড়েছে এখন। আমি আগের মতো ভেঙে পড়া দুর্বল বাঁধনটি আর নেই যে, আমাকে খুব সহজেই ধুমরে মুচরে ফেলে দেওয়া যাবে। আমার বাচ্চার কেসটা এখনও কোর্টে চলছে। কিছুদিন পূর্বে কেসের একটা রায় হয়েছে। আগে আমার যে সামাজিক বিভিন্ন প্রতিবন্ধকতা ছিলো, সেটা এখনও আছে। আমার আশেপাশের যে মানুষগুলো যে রকম ছিলেন যেভাবে যেভাবে আমাকে ট্রমাটাইজ করেছেন, হিউমিলিয়েট করেছেন, তারা এখনো তাদের জায়গায় অনড় আছেন। কেউ কেউ রূপ পরিবর্তন করেছেন। তারা এখন ভালো বলার চেষ্টা করেন। কিন্তু বেশিরভাগ মানুষই তার নিজস্ব অবস্থানে আছেন। পরিবর্তন হয়েছে শুধু আমার ভেতরে। আমি এসব আর এখন গায়ে লাগাই না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন