নতুন বছরের প্রথম দিনটি গ্রামের বাড়িতে এতিমদের সঙ্গে কাটিয়েছেন এক সময়ের দর্শকপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা। তার নিজের ফেসবুকে বেশকিছু ছবি প্রকাশ করে তিনি লিখেন, নতুন বর্ষে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। এই দিনে আমার গ্রামের বাড়িতে, এতিমদের সাথে সারাদিন আনন্দে কাটিয়েছি। ছবিতে দেখা যায়, রোজিনা মাদরাসার এতিম বাচ্চাদের হাতে খাবার তুলে দিচ্ছেন। তাদের সাথে সময় কাটিয়েছেন। উল্লেখ্য, রোজিনা তার গ্রামের বাড়িতে একটি অত্যাধুনিক মসজিদ নির্মাণ করেছেন। এখন তিনি সমাজসেবামূলক কাজে নিজেকে জড়িয়েছেন। অভিনয়ে অনিয়মিত হলেও প্রথমবারের মতো সরকারি অনুদানপ্রাপ্ত ‘ফিরে দেখা’ নামে একটি সিনেমা পরিচালনা করেছেন। এটি এখন মুক্তির অপেক্ষায়। রোজিনা ১৯৭৬ সালে ‘জানোয়ার’ চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে আসেন। ১৯৭৮ সালে এফ কবীর পরিচালিত নায়ক ওয়াসিমের নায়িকা হয়ে তিনি ‘রাজমহল’ সিনেমায় অভিনয় করে তুমুল দর্শকপ্রিয়তা পান। এরপর অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন