শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

খাবারের নমুনা পরীক্ষা যেন প্রভাবমুক্ত থাকে

সমঝোতা স্মারক অনুষ্ঠানে বিএফএসএ চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২২, ১২:০২ এএম

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) চেয়ারম্যান আব্দুল কাইউম সরকার বলেন, নিরাপদ খাদ্যের জন্য যেসব খাবারের নমুনা পরীক্ষা করা হবে, সেগুলো সূ² পর্যবেক্ষণ ও বিচার বিশ্লেষণ করে ফলাফল দিতে হবে। যাতে প্রতিবেদন নিয়ে কেউ চ্যালেঞ্জ করতে না পারে। পরীক্ষা-নিরীক্ষা সব ধরনের প্রভাবমুক্ত থাকতে হবে। গতকাল বিএফএসএ ও ওয়াফেন রিসার্চ ল্যাবরেটরি লিমিটেডের মধ্যে নমুনা পরীক্ষার বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিএফএসএ চেয়ারম্যান দুটি প্রতিষ্ঠানকে খাবারের নমুনা পরীক্ষার ফল প্রভাবমুক্ত রাখার তাগিদ দেন। সমঝোতা স্মারকে বিএফএসএর পক্ষে সই করেন সচিব আব্দুন নাসের খান ও ওয়াফেন রিসার্চ ল্যাবরেটরি লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ড. খালেক। এ সমঝোতা স্মারকের মাধ্যমে বিএফএসএ দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেসব খাদ্যের নমুনা সংগ্রহ করে, তার সুষ্ঠু পরীক্ষা, বস্তুনিষ্ঠ প্রতিবেদন, মানসম্মত নমুনা পরীক্ষা এবং সর্বোপরি নিরাপদ খাদ্য নিশ্চিত করবে দুটি প্রতিষ্ঠান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএফএসএর সদস্য মো. রেজাউল করিম, অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, মঞ্জুর মোর্শেদ আহমেদ এবং শাহনওয়াজ দিলরুবা খান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন