আজ বাংলাদেশ জাতীয় দলের প্রতিষ্ঠাতা সভাপতি, গণতন্ত্র ও জাতীয়তাবাদী শক্তির বলিষ্ঠ কণ্ঠস্বর, বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট সৈয়দ সিরাজুল হুদার ১১তম মৃত্যুবার্ষিকী। জনাব হুদা ২০১১ সালের ৬ জানুয়ারি ঢাকায় ইন্তেকাল করেন। তাকে কিশোরগঞ্জ জেলার বাজিতপুরে নিজ গ্রামের বাড়িতে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। স্বাধীন বাংলাদেশে যখন সমাজতন্ত্রের বাইরে কথা বলা ও রাজনৈতিক বক্তব্য দেয়া ধৃষ্টতাপূর্ণ মনে হতো, তখন তিনিই প্রথম জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের রাজনীতির পক্ষে সোচ্চার ও দুঃসাহসিক ভূমিকা পালন করেন। মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাকায় কেন্দ্রীয় কার্যালয় এবং বাজিতপুরের দিলালপুরে নানা কর্মসূচি পালনের উদ্যোগ নেয়া হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন