শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

কোচে নজর বক্সিংয়ের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২২, ৮:৩২ পিএম

আন্তর্জাতিক পরিম-লে কোন বিচারক নেই বাংলাদেশ বক্সিংয়ের। বিগত সময়ে এই দিকে কেউই নজর দেননি। ফলে পরিচিতির অভাবে ভাল খেলেও নেপাল সাউথ এশিয়ান (এসএ) গেমস থেকে রৌপ্যপদক নিয়ে ফিরতে হয়েছে লাল-সবুজের কৃতি বক্সার মো. রবিনকে। কোচের সংখ্যাও নিতান্তই কম। তাই এবার বিচারক ও কোচ তৈরীতে মনযোগী হয়েছে বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশন। দেশের বিভিন্ন জেলার ৩৫ জন প্রশিক্ষণার্থীদের নিয়ে সোমবার শুরু হয়েছে বঙ্গবন্ধু জাতীয় কোচেস ট্রেনিং কোর্স। ১০ দিন ব্যাপী কোর্সের উদ্বোধন করেন ফেডারেশনের সহ-সভাপতি সরদার সেলিম আহমেদ। এ সময় সহ-সভাপতি নিজামউদ্দিন চৌধুরী পারভেজ উপস্থিত ছিলেন। সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন বলেন, ‘আন্তর্জাতিক মানের বিচারক (জাজ) ও কোচ তৈরী শুরু করেছি আমরা। এরফলে আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে আমাদের আধিপত্য বাড়বে।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন