বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শামীম ওসমান প্রসঙ্গে শুনতে শুনতে হয়রান আইভী

নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২২, ৭:৫৫ পিএম

সেলিনা হায়াৎ আইভী - ফাইল ছবি


নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্থানীয় সাংসদ শামীম ওসমান প্রসঙ্গে প্রশ্ন শুনতে শুনতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী হয়রান হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন। গতকাল বুধবার সকালে নারায়ণগঞ্জের ১৫ নং ওয়ার্ডেও টানবাজার গণসংযোগের সময় এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি ।

শামীম ওসমানের সমর্থকদের সহায়তা পাচ্ছেন কি না, জানতে চাইলে আইভী বলেন, ‘এই কথা শুনতে শুনতে আমি তিন দিন ধরে হয়রান হয়ে গেছি। আপনারা আমাকে মাঠে কাজ করতে দিচ্ছেন না। আমার যাঁরা নেতা-কর্মী মাঠে কাজ করছেন, তাঁদের কথা জিজ্ঞেস করছেন না। একজনকে কেন বারবার টেনে নিয়ে আসেন আপনারা? উনি তো নৌকার লোক, নৌকার বাইরে কোথায় যাবেন?’

তিনি আরও বলেন ‘ভোটের মাঠে প্রতিটা মুহূর্ত চ্যালেঞ্জের। আমি জনগণের কাছে যাচ্ছি, ভোট চাচ্ছি। আমার কাছে প্রতিটা ক্ষণই চ্যালেঞ্জের। সাধারণ মানুষের কাছে যাওয়া, তাদের কাছে ভোট চাওয়া, এটাও চ্যালেঞ্জের অংশ। বিগত দুটি নির্বাচনের মতো এবারও উৎসবমুখর পরিবেশে মানুষ যাতে ভোট দিতে যেতে পারে, সেই পরিবেশ চাই। ভোটের পরিবেশ ভালো আছে। ১৬ জানুয়ারি পর্যন্ত আমরা এ রকম পরিবেশ চাই। সাধারণ মানুষ যাতে ভোট দিতে যেতে পারে।’

আরও যুক্ত করেন ১৬ জানুয়ারি অবশ্যই সুন্দর নির্বাচন হবে। ২০১১ সালে খুব সুন্দর নির্বাচন হয়েছিল। ওই সময় যদি সুষ্ঠু নির্বাচনে প্রশাসন হেল্প না করত, তাহলে আমি মেয়র হতে পারতাম না। ২০১৬ সালেও বিএনপি দলীয় প্রার্থী সাখাওয়াতের সঙ্গে নির্বাচন করেছি। সে সময় অসম্ভব সুন্দর পরিবেশে মানুষ ভোট দিয়েছে। ১৬ তারিখেও উৎসবমুখর পরিবেশে ভোট দেবে। প্রশাসনের কাছে এই দাবি, মানুষ ভয়ভীতির ঊর্ধ্বে উঠে যেন সুন্দরভাবে ভোট দিতে পারে। হাতি তো বনেই থাকে, হাতি তো শহরে থাকে না। বনের হাতি বনেই যাবে, নৌকা মার্কা জিতে যাবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
MD.Israfil Hossen ১৭ জানুয়ারি, ২০২২, ২:৫৩ পিএম says : 0
Very nice speaking
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন