মির্জাপুরে ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ব্য্যক্তিকে আটক করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে উপজেলা সদরের বংশাই রোডে ম্যাজিস্ট্রেট পরিচয়ে বিভিন্ন মিষ্টির দোকান থেকে টাকা নেয়ার সময় ভ্রাাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মীর্জা মো. জুবায়ের হোসেন তাকে হাতেনাতে ধরে পুলিশে সপোর্দ করেন। প্রতারক পুলিশের কাছে তার নাম অসীম সরকার পিতা মৃত অমল সরকার গ্রাম হরিশপুর জেলা নাটোর বলে জানিয়েছেন।
জানা গেছে, সোমবার দুপুরে মির্জাপুর বাজারের বংশাই রোডে প্রথমে মা লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডার নামে একটি মিষ্টির দোকানে গিয়ে প্রতারক অসীম ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে পাঁচশত টাকা হাতিয়ে নেন। পরে ওই রোডের বেশ কয়েকটি মিষ্টির দোকানে গিয়ে দোকানের নাম ও মালিকের নাম তার ডাইরিতে লিপিবদ্ধ করতে থাকেন। এসময় মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেনকে খবর দিলে তিনি অসীমকে হাতেনাতে ধরে মির্জাপুর থানা পুলিশের কাছে সপোর্দ করেন। মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মফিজুর রহমান জানান, আটক প্রতারকের নামে মামলা প্রক্রিয়া চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন