শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

কলম্বিয়ায় ভূমিধসে ১৪ জনের মৃত্যু, আহত ৩৫

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২২, ১০:৪৭ এএম | আপডেট : ১০:৫০ এএম, ৯ ফেব্রুয়ারি, ২০২২

দক্ষিণ আফ্রিকার উত্তর-পশ্চিম অংশ কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ১৪ জন প্রাণ হারিয়েছে। গতকাল মঙ্গলবারের প্রাকৃতিক দুর্যোগে আরও ৩৫ জন গুরুতর আহত। খবর বার্তা সংস্থা এএফপির।

প্রতিবেদনে বলা হয়, আবাসিক এলাকায় হওয়া ভূমিধসে এখনও নিখোঁজ একজন। কাদামাটির নীচে আরও কেউ চাপা রয়েছে কিনা- সেটি অনুসন্ধানে চলছে উদ্ধার অভিযান। হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজনের অবস্থাও সংকটাপন্ন। তাই প্রাণহানি বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। আরও ভূমিধসের সম্ভাবনা থাকায় পাহাড়ি অঞ্চলটি থেকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে বাসিন্দাদের।
দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ইউএনজিআরডি’র পরিচালক জাদার গাভিরিয়া জানিয়েছেন, মৃতদের মধ্যে কয়েকজন ভেনিজুয়েলার নাগরিক রয়েছে। উদ্ধারকর্মীরা সেখান থেকে কাদামাটি সরিয়ে ফেলার চেষ্টা চালাচ্ছে।
এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে ৬০টি ঘরবাড়ি ও স্থাপনা। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইভান দুক। সবশেষ ২০১৯ সালে ভয়াবহ ভূমিধসে অঞ্চলটিতে প্রাণ হারায় ২৮ জন। সূত্র : এএফপি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন