গত ৬ ফেব্রুয়ারি থেকে অরুণাচলের ভারত-চীন সীমান্তে কর্তব্যরত সাত ভারতীয় সেনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে মঙ্গলবার ভারতীয় সেনা জানাল মর্মান্তিক খবরটা। নিখোঁজ থাকা সাত জওয়ানরেই মৃত্যু হয়েছে তুষার ধসে।
ভারতীয় সেনার তরফে এদিন জানানো হয়, ‘ফেব্রুয়ারি থেকে এই সাতজন সেনা অরুণাচলের কামেং সেক্টরের উচ্চ পার্বত্য এলাকায় নিখোঁজ হয়ে যায়। মঙ্গলবার তাদের মৃতদেহ ওই এলাকা থেকে উদ্ধার করা হয়।’
প্রসঙ্গত, গত ৬ তারিখ নিখোঁজ এই সাতজনের খোঁজ চালাচ্ছিল ভারতীয় সেনা। শীতের সময় এমন উঁচু এলাকায় টহল দেওয়ার কাজ কঠিন। এর আগেও এমন ঘটনায় সেনা মৃত্যুর ঘটনা ঘটেছে। গত বছরের অক্টোবরে উত্তরাখণ্ডের মাউন্ট ত্রিশূলে তুষারধসে পাঁচজন নৌবাহিনীর কর্মীর মৃত্যু হয়।
২০২০ সালের মে মাসে একটি টহল-কাম-স্নো-ক্লিয়ারিং পার্টির দুই সেনা সেনাকর্মী সিকিমে একটি তুষারধসে আটকে পড়ে মারা গিয়েছিলেন। এমন ঘটনা প্রায়ই সামনে আসে। সূত্র: দ্য ওয়াল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন