রাজধানীতে বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নাগরিক সাফায়েত মাহবুব ফারাইজিকে হত্যার অভিযোগে বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার তয়াছের জাহানসহ ৮ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
বুধবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে ফারাইজির মা শামিমুন নাহার এ আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে বিকেল ৩ টায় আদেশ দিবেন বলে জানান।
মামলায় আরও যাদের আসামি করার আবেদন করা হয়েছে তারা হলেন- ভাটারা থানার সাব-ইন্সপেক্টর মশিউর, সুজানা তাবাসসুম সালাম, আফতাব, শাখাওয়াত, আসওয়াদ, কামরুল হক (বাড়ির মালিক) ও রিপন।
বাদীপক্ষের আইনজীবী সারোয়ার হোসেন এসব তথ্য জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন