শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

বাড্ডার প্রগতি সরণিতে সিঙ্গার প্লাস শপ উদ্বোধন

| প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : বাড্ডার প্রগতি সরণিতে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের সিঙ্গার প্লাস শপ-এর যাত্রা শুরু হয়েছে। সিঙ্গার বাংলাদেশ লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এম.এইচ.এম. ফাইরোজ গতকাল সিঙ্গার প্লাস শপটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গার বাংলাদেশ লিমিটেড-এর সেলস ডিরেক্টর মকবুলে হুদা চৌধুরী, মার্চেন্ডাইজিং ম্যানেজার আবরারুর রহমান, এরিয়া ম্যানেজার মো. সাইদুজ্জামান, ডিস্ট্রিক্ট ম্যানেজার ইমতিয়াজ আহমেদসহ ম্যানেজমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বাড্ডায় নতুন এই সিঙ্গার প্লাস শপ চালু হবার ফলে এলাকাবাসী এখন থেকে সিঙ্গারসহ স্যামসাং, বেকো, স্কাইওয়ার্থ, পৃথী, ডেল-এর মতো বিশ্ববিখ্যাত ব্র্যান্ড-এর অত্যাধুনিক পণ্যসামগ্রী থেকে নিজের পছন্দেরটি বেছে নিতে পারবেন। আন্তর্জাতিক মার্চেন্ডাইজিং মানদন্ড অনুযায়ী সজ্জিত এই শপে ক্রেতাগণ স্বাচ্ছন্দ্যময় পরিবেশে এবং আনন্দময় অভিজ্ঞতায় পছন্দমাফিক কেনাকাটার সুযোগ পাবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন