শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চার সন্দেহে গনপিটুনিতে একজন নিহত

দিনাজপুর সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২২, ৭:০৩ পিএম

মোটর সাইকেল চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে দিনাজপুরে একজন মৃত্যুবরন করেছে। রবিউল ইসলাম বাটুল (৪০) আজ বৃহস্পতিবার সকালে দিনাজপুর এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করে।

কোতয়ালী থানা পুলিশের ওসি তদন্ত বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত বাটুল খানসামা উপজেলার ভান্ডারদহ গ্রামের বকুলতলা পাড়ার আবদুল কাদেরের ছেলে। জানা গেছে বুধবার রাতে সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের চাকার বাজার এলাকায় বুধবার রাতে মোটরসাইকেল চুরি করার সময় স্থানীয় জনগন তাকে ধরে ফেলে। এসময় তাকে গণপিটুনি দেয়া হয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করে। পরদিন বৃহস্পতিবার সে মৃত্যুবরন করে।
পুলিশের মতে তার বিরুদ্ধে কোতয়ালীসহ বিভিন্ন থানায় মোটর সাইকেল চুরির একাধিক মামলা রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন