বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নাগেশ্বরীতে জমিতে বালু রাখা নিয়ে দ্বন্দ্বে একজন নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২২, ৯:৪১ পিএম

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাষ ইউনিয়নে ড্রেজার দিয়ে বালু তুলে জমিতে রাখা নিয়ে দ্বন্দ্বে একজন নিহত হয়েছে ।
নিহত ব্যক্তি ওই ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শিমুলতলা গ্রামে মৃত মদন শেখের পুত্র ইব্রাহীম শেখ (৬৫)।
ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে।

ইউনিয়নটির চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, একই এলাকার মানিক মিয়ার ড্রেজার দিয়ে বালু তুলে পার্শ্ববর্তী বেরুবাড়ী ইউনিয়নের বাসিন্দা ছবির উদ্দিনের ছেলে খোকন মিয়া তার জমিতে রাখছিলেন। এসময় পাশেই ইব্রাহীমের জমিতে কিছু বালু চলে যায়। ইব্রাহীম তার জমিতে বালু ফেলতে বাধা দিলে উভয় পক্ষের বাক বিতন্ডা বাধে । এসময় খোকন ও তার লোকজন ইব্রাহিমহীমের উপর চড়াও হয় এবং ইব্রাহীমকে সজোরে ধাক্কা দিতে থাকে । ধাক্কা খেয়ে মাটিতে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইব্রাহীমের ।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম জানান, খবর পাওয়ার পর ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেননি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন