শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বাউফলে ব্যবসায়ী চোখে মরিচের গুড়া ছিটিয়ে টাকা ছিনতাই, আটক-১

বাউফল উপজেলা (পটুয়াখালী) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২২, ৪:৪৭ পিএম

পটুয়াখালীর বাউফল উপজেলায় মজিবুর রহমান নামে এক ব্যবসায়ীর চোখে মরিচের গুড়া ছিটিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়রা আবুবকর কারিকর নামে এক ছিনতাইকারীকে আটক করেছে। রোববার রাতে উপজেলার নওমালা ইউনিয়নের বটকাজল গ্রামে এ ঘটনা ঘটে। মজিবুর রহমান নওমালা বাজারের একজন মোবাইল ব্যাংকিং ও মুদিমনোহরী ব্যবসায়ী।

মজিবুর রহমান বলেন, রোববার রাত ৯টার দিকে তাঁর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে নগদ ৪লক্ষ টাকা ব্যাগে নিয়ে প্রতিদিনের মতন বাড়ির ফিরছিলেন। এসময় তিনি নওমালার বটকাজাল গ্রামের নয়া মোল্লা ব্রিজ এলাকায় পৌছালে সড়কের পাশে অন্ধকারে ওতপেতে থাকা দুই ব্যক্তি তাঁর চোখে মরিচের গুড়া ছিটিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। তিনি ডাকচিৎকার দিলে স্থানীয় লোকজন দৌড়ে এসে আববুবকর কারিকর নামে এক ছিনতাইকারীকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন ও ৩লক্ষ টাকা উদ্ধার করা হয়। বাকী ১লক্ষ টাকা অপর ছিনতাইকারী নিয়ে পালিয়ে যায়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। মামলায় আটক আবু বকরকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল সোমবার তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন