বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ফেন্সিডিল সহ আটক এক

ফুলবাড়ী(দিনাজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২২, ৫:২২ পিএম | আপডেট : ৬:৩৫ পিএম, ২০ ফেব্রুয়ারি, ২০২২

দিনাজপুরের ফুলবাড়ীতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এক লক্ষ ৫৯ হাজার ২শত টাকা মুল্যের ভারতীয় আমদানী নিষিদ্ধ ৩৯৮ বোতল ফেন্সিডিল সহ তারিফুল ইসলাম (২৮) নামে এক যুবক কে আটক করেছে বিজিবি। আটক তারিফুল ইসলাম হলেন,উপজেলার এলুয়ারী ইউনিয়নের জগন্নাথপুর পানিকাটা গ্রামের ছাবেদ আলীর ছেলে।

বিজিবি সুত্রে জানা গেছে,ফুলবাড়ী ২৯বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শরিফুল্লাহ আবেদের নির্দেশে জলপাইতলী বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মোঃ নূর মোহাম্মদ এর নেতৃত্বে গত ১৯ ফেব্রয়ারী শনিবার রাতে বিজিবি’র একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে অভিযান চালিয়ে এলুয়ারী ইউনিয়নে উষাহার এলাকা থেকে ৩৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। এসময় তারিফুল ইসলাম নামে এক যুবক কে আটক করেন বিজিবি। পরে উদ্ধারকৃত মালামাল সহ আটক যুবক কে থানায় সোপর্দ করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মুল্য এক লক্ষ ৫৯ হাজার ২শত টাকা।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশ্রাফুল ইসলাম জানান, বিজিবি সদস্যরা ফেন্সিডিল সহ একজন কে আটক করে থানায় সোপর্দ করেছেন। এঘটনায় জলপাইতলী বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মোঃ নূর মোহাম্মদ বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করেন। যার মামলা নং(৭), আটক ব্যক্তিকে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


ফুলবাড়ী ২৯বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শরিফুল্লাহ আবেদ বিষয়টি নিশ্চিত করে বলেন,সীমান্তে অভিযান চালিয়ে ৩৯৮ বোতল ফেন্সিডিলসহ তারিফুল ইসলাম নামে এক যুবককে আটকের পর থানায় সোপর্দ করা হয়েছে। চোরা চালান রোধে সীমান্তে কড়া নজরদারী রাখা হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন