কৃষ্ণ সাগরে যেতে রাশিয়ার যুদ্ধজাহাজকে বাধা দিবে না বলে জানিয়েছে তুর্কি কর্তৃপক্ষ। ইউক্রেনের পক্ষ থেকে তুর্কি প্রণালীগুলোকে রুশ যুদ্ধজাহাজের জন্য বন্ধ করার অনুরোধ করা হলেও তা প্রত্যাখ্যান করা হয়েছে। শুক্রবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুশওলু জানিয়েছেন, কৃষ্ণ সাগরে যেতে রাশিয়ার যুদ্ধজাহাজকে বাধা দিবে না তুরস্ক। যদিও ইউক্রেন চাচ্ছিল যে তুরস্কের প্রণালী ব্যবহার করে কোনো রুশ যুদ্ধজাহাজ যেন কৃষ্ণ সাগরে যেতে না পারে। কিন্তু আন্তর্জাতিক আইন অনুসারে তুরস্কের পক্ষে এটা সম্ভব না। আল-জাজিরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন