নবগঠিত নির্বাচন কমিশন আওয়ামী লীগের ভোটাধিকার হরণের নতুন কৌশল বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। আজ শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ জেলা বিএনপির কার্যালয়ে ময়মনসিংহের পেশাজীবী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
মতবিনিময় সভায় ময়মনসিংহ বিভাগের দায়িত্বে থাকা বিএনপির এই নেতা বলেন, জনগণের সমস্যা নিরসনে উদাসীন সরকার আবারও ভিন্ন কৌশলে ভোটাধিকার হরণে মরিয়া হয়ে কাজ করছে। এ সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি ঘোষিত বিক্ষোভ সমাবেশে সকল শ্রেণি-পেশার মানুষকে যোগ দেয়ার আহ্বান জানান তিনি।
ড্যাবের জেলা সভাপতি ডা. এ কে এম ওয়ালি উল্লাহর সভাপতিত্বে মতবিনিময় সভায় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক ডা. গোলাম হাফিজ কেনেডি, ময়মনসিংহ মহানগর ড্যাবের আহ্বায়ক অধ্যাপক ডা.আনোয়ারুল হক, জিয়া পরিষদের সভাপতি ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী, ময়মনসিংহ আইনজীবী সমিতির সভাপতি এড. নুরুল হক, সাধারণ সম্পাদক এড. মঞ্জুরুল হক বাচ্চু, এড. আনোয়ারুল আজিজ টুটুল, কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক আবদুল কুদ্দুস, জিয়া পরিষদ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ড. শামসুল আলম ভূঁইয়া, জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এড. মাসুদুল আলম খান তান্না, ড্যাব ময়মনসিংহ মহানগর শাখার সদস্য সচিব ডা. মো. সায়েম মনোয়ার, ডা. সাইফুল ইসলাম, ডা. অনিরুদ্ধ বসু, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী, আমান উল্লাহ জাহাঙ্গীর প্রমুখ বক্তব্য রাখেন।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে ময়মনসিংহ মহানগর ও জেলায় অনুষ্ঠিতব্য বিক্ষোভ সমাবেশ সফল করতে বিভিন্ন কর্মসূচি পালন করছে দলটি। আগামী ২৮ ময়মনসিংহে অনুষ্ঠিতব্য বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও জেলায় ২ মার্চ বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন