শিবায় (অজয় দেবগন) একজন ট্যুরিস্ট গাইড আর একই সঙ্গে পর্বতারোহী। বিদেশি পর্যটকদের হিমালয় পর্বতমালায় ট্রেকিংয়ে সহায়তা করেই তার জীবন চলে। একবার ওলগা (এরিকা কার) নামে এক বুলগেরীয় তরুণীকে তুষার ধস থেকে বাঁচায় সে। সেই থেকে তাদের বন্ধুত্ব আর অন্তরঙ্গতা। ওলগা সন্তানসম্ভবা হয়ে পড়ে এবং গর্ভপাতের সিদ্ধান্ত নেয় আর শিবায়কে তার সঙ্গে বুলগেরিয়া এসে থাকতে বলে। শিবায় তাকে গর্ভপাত না করার অনুরোধ করে এবং জানায় সন্তানকে জানাবে তার মা মারা গেছে। কিন্তু তাদের মেয়ে গৌরা (এবিগেইল ইমস) তার আট বছর বয়সে মায়ের একটি চিঠি পেয়ে জানতে পারে সে বেঁচে আছে। শিবায় জানায় মায়ের সঙ্গে তার দেখা হওয়ার ব্যবস্থা করবে সে। শুরু হয় ওলগার সন্ধান তাকে সাহায্য করার দায়িত্ব পায় আনুশকা (সায়েশা সায়গাল)। এর মধ্যে শিবায় শিশু পাচারকারীদের হাত থেকে একটি শিশুকে উদ্ধার করে সেই চক্রের চোখে পড়ে যায়। এই চক্রের নেতা উস্তিনভ আর তার সহকারী চেঙ্গিজ। শিবায়ের ওপর প্রতিশোধ নেবার জন্য তারা গৌরাকে অপহরণ করে। শিবায় এবার ভয়ঙ্কর রূপে আত্মপ্রকাশ করে। শিশু পাচারকারী চক্রকে ধাওয়া করার সময় এক পুলিশ অফিসার নিহত হয়। বুলগেরিয়ার পুলিশ তাকে খুন আর শিশু পাচারের অভিযোগে গ্রেফতার করে এবং গৌরা তার মায়ের মত শ্বেতাঙ্গ বলে সে যে তার মেয়ে তাও অস্বীকার করে। সে পুলিশের ভ্যান থেকে পালিয়ে যায় এবং এই পরিস্থিতিতে আরও এক পুলিশ অফিসার নিহত হয়। আনুশকার সঙ্গে দেখা করে সে তার নির্দোষিতা প্রমাণ করতে প্রয়াস পায়। ওয়াহাব (বীর দাশ) নামে এক কম্পিউটার হ্যাকার তাকে সাহায্য করতে এগিয়ে আসে। শেষ পর্যন্ত গৌরার খোঁজ পাবে সে? মায়ের সঙ্গে গৌরার দেখা হবে?
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন