দ্রব্য মূল্যের উর্দ্ধগতি ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে সাভারে ঢাকা জেলা বিএনপির বিক্ষোভ মিছিলে সংঘর্ষের পুলিশসহ অন্তত ২০জন আহত হয়েছে। পুলিশ আটক করেছে তিন জনকে। সংঘর্ষের কারণে কিছু সময়ের জন্য ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বুধবার ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের মডেল মসজিদের সামনে এই সংর্ঘষের ঘটনা ঘটে।
পুলিশের লাঠি চার্জে পৌর বিএনপির আহবায়ক খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, আশুলিয়া থানা বিএনপি নেতা জাহাঙ্গীর আলমসহ অন্তত ২০জন আহত হয়েছেন। এ ছাড়া বিএনপি কর্মীদের ইটপাটকেল বিনিময়ে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শিরা জানায়, দলীয় কর্মসূচীতে যোগ দিতে সকালে দলটির সিনিয়ন যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীসহ জ্যেষ্ঠ নেতাকর্মিরা সকল থেকেই জড়ো হন সাভারের ব্যাংক কলোনী এলাকায় ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো: সালাউদ্দিন বাবুর বাসভবনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে দলীয় নেতাকর্মিরা বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের উঠা মাত্রই পুলিশ তাদের বাঁধা দেয়।
এ সময় পুলিশের সাথে নেতাকর্মিদের বাদানুবাদের এক পর্যায়ে নেতাকর্মিরা সংঘর্ষে জড়ালে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোঁড়ে বিএনপি কর্মীরা। পরে পুলিশ লাঠিচার্জ করে নেতাকর্মিদের ধাওয়া করে মডেল মসজিদ পর্যন্ত নিয়ে যায়।
উদ্ভূত পরিস্থিতিতে নেতাকর্মিরা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীকে নিরাপদ দূরত্বে নিয়ে সড়িয়ে নেয়।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, অনুমতি না নিয়ে বিএনপির নেতাকর্মীরা মহাসড়কে বিক্ষোভ মিছিল করে বিশৃঙ্খলার সৃষ্টি করে। বাধা দিলে তাদের হামলায় আমাদের দুইজন পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। তবে পুলিশ তাদের পরিচয় জানায়নি।
বিক্ষোভ মিছিল শুরুর আগে এক সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতায় গিয়ে আওয়ামীলীগ জনগনের সাথে প্রতারনা করছে। রাষ্ট্রীয় গণতন্ত্রকে হত্যা করেছে, জবাই করেছে। সয়াবিন তেল, চাউল, চিনি, পেয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য আকাশ ছুয়েছে। তেল মজুদ করছে। সিন্ডিকেট বানিয়ে আওয়ামীলীগই ব্যবসার নামে জিনিস পত্রের দাম বাড়িয়ে দিচ্ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রনের দিকে তাদের খেয়াল নেই, তারা বিরোধীদলকে দমনে ব্যস্ত রয়েছেন।
এসময় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তমিজউদ্দীন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিনসহ ঢাকা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন